• NEWS PORTAL

  • শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পরনে শাড়ি-ব্লেজার, কপালে লাল টিপ, বাঙালি যুবকের ছবি ভাইরাল

প্রকাশিত: ১৬:১৭, ৩০ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
পরনে শাড়ি-ব্লেজার, কপালে লাল টিপ, বাঙালি যুবকের ছবি ভাইরাল

পরনে কালো রঙের শাড়ি, হাই নেক টি শার্টের উপরে ব্লেজার। ট্রিম করা দাড়ি। চোখে সানগ্লাস। কপালে লাল বড় টিপ। এক হাতে ছাতা এবং অন্য হাতে ধরা একটি ব্যাগ। ইটালির মিলানের রাস্তায় এমনই সাজপোশাকে ধরা দিলেন এক যুবক। সেই ছবি এখন নেটদুনিয়া কাঁপাচ্ছে।

একজন পুরুষকে ভরা রাস্তায় শাড়ি পরে ঘুরতে দেখে অনেকে হতবাক হয়েছেন। কে এই যুবক তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়। 

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল হওয়া ওই ব্যক্তি একজন বাঙালি। কলকাতার বাসিন্দা। নাম পুষ্পক সেন। তিনি ইটালির ফ্লোরেন্সে ফ্যাশন মার্কেটিং এবং কমিউনিকেশনস নিয়ে পড়াশোনা করছেন। বছর ছাব্বিশের পুষ্পক পড়াশোনার সূত্রে ইটালিতেই রয়েছেন। এই প্রথম নয়, এর আগেও প্রায়শই শাড়ি পরতেন তিনি। কলেজ জীবনেও শাড়ি পরেছেন।

@দ্যবংমুন্ডা নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে পুষ্পক-এর। সেই অ্যাকাউন্টেই এই ছবি পোস্ট করেছেন তিনি। 
পুষ্পক জানিয়েছেন, মিলানের রাস্তায় শাড়ি পরে ছবি তোলাটাই তাঁর একমাত্র উদ্দেশ্য ছিলো না। শাড়ি পরার মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতিতে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াও তাঁর একটা লক্ষ্য।

গত বছরের নভেম্বরেও সংবাদের শিরোনামে এসেছিলেন পুষ্পক। সেবার লিপস্টিক এবং আইলাইনার পরে ছবি পোস্ট করেছিলেন তিনি। লিপস্টিক পরার জন্য তাঁর মাকে অপমানিত হতে হয়েছিলো। সেই অপমানের জবাব দিতে পুষ্পক নিজেই লিপস্টিক লাগিয়ে আইলাইনার দিয়ে তাঁর মায়ের অপমানকারীদের উদ্দেশে ‘দ্রুত সুস্থ হন’ বার্তা দিয়ে নজর কেড়েছিলেন। এবার মিলানের রাস্তায় শাড়ি পরে হেঁটে ফের নজর কাড়লেন পুষ্পক।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিভি/এসডি

মন্তব্য করুন: