• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চীনে অর্ন্তবাসের বিজ্ঞাপনে নারীর পরিবর্তে পুরুষ

প্রকাশিত: ১৪:১৬, ৪ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
চীনে অর্ন্তবাসের বিজ্ঞাপনে নারীর পরিবর্তে পুরুষ

ছবি: সংগৃহীত

চীনে এবার নারীর অর্ন্তবাসের বিজ্ঞাপনে পুরুষকে ব্যবহার করা হচ্ছে। চীনে অর্ন্তুবাসের বিজ্ঞাপনে নারীরা খোলামেলা পোশাকে আসতে পারবে না এমন একটি নিষেধাজ্ঞা রয়েছে।  এমন নিষেধাজ্ঞার ফলে একপ্রকার বিপাকে রয়েছে অর্ন্তবাস ব্যবসায়ীরা। তাই বিকল্প পথ হিসাবে অর্ন্তবাসের বিজ্ঞাপনে মেয়ের পরিবর্তে ছেলেদের ব্যবহার করছেন তারা। 

অনেকদিন থেকেই চীনে অর্ন্তবাস পরে মডেলিংয়ে নিষেধাজ্ঞা রয়েছে। চীন সরকার বলছে, অশালীনতা ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ আইনের ফলে প্রাথমিকভাবে সমস্যায় পড়ে যায় অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থাগুলো। যদিও মেয়েদের পণ্য তারপরও বাধ্য হয়ে ছেলেদের দিয়ে অর্ন্তবাসের বিজ্ঞাপন করা শুরু করে কোম্পানীগুলো। 

মজার বিষয় হলো, অর্ন্তবাসের ছেলেদের বিজ্ঞাপনের ভিডিও গুলোতে সামাজিক মাধ্যমে হুমড়ি খেয়ে পড়ে নেটিজেনরা। এসব ভিডিও দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন লিঙ্গবৈষম্য নিয়ে। 

তবে, অর্ন্তবাস কোম্পনিগুলোর দাবি, নিয়মের মধ্যে বাঁধা তারা। যেহেতু আইন অনুযায়ী, মহিলা নারীরা এসব বিজ্ঞাপন করতে পারবেন না, সেই কারণেই পুরুষদের দিয়ে তা করানো হচ্ছে। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: