• NEWS PORTAL

  • শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী

প্রকাশিত: ১৮:৪৭, ২ অক্টোবর ২০২৪

আপডেট: ১৮:৪৭, ২ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী

মিজানুর রহমান আজহারী

দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও আলোচক মিজানুর রহমান আজহারী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি নিজেই দেশে ফেরার কথা নিশ্চিত করেছেন।

বুধবার (২ অক্টোবর) বিকালে তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এই পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।

এর আগে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর গত ৬ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ২৪ মিনিটের ভিডিওটির এক পর্যায়ে মিজানুর রহমান বলেছিলেন, অনেকেই জানতে চেয়েছেন আমি কবে দেশে আসবো। তাদের উদ্দেশে বলতে চাই খুব শীঘ্রই দেশে ফিরছি।

সেই ঘোষণা মোতাবেক দেশে ফিরেছেন আজহারী। এতোদিন তিনি মালয়েশিয়া অবস্থান করলেও বিভিন্ন দেশে ইসলামিক কনফারেন্সে যোগ দেন এবং আলোচনা রাখেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

আজকের সময়সূচী (২৮ মার্চ ২০২৫)

সেহরি:

০৬:০০

ইফতার:

০৬:১৩

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2