• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘বিশ্ব সমাদৃত সিইও’ পুরস্কার পেলেন বায়োফার্মার এমডি ডা. লকিয়ত উল্যা

প্রকাশিত: ০০:৪৪, ৪ নভেম্বর ২০২৪

আপডেট: ০০:৪৫, ৪ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
‘বিশ্ব সমাদৃত সিইও’ পুরস্কার পেলেন বায়োফার্মার এমডি ডা. লকিয়ত উল্যা

দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে “দ্যা বিজনেজ এক্সিকিউটিভ”, ঘানা’র আয়োজনে অনুষ্ঠিত হলো “বিশ্ব সমাদৃত সিইও সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যা ’বিশ্ব সমাদৃত সিইও’ হিসেবে পুরস্কার গ্রহণ করেন। 

বিশ্ব বাণিজ্য এবং নেতৃত্বে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এস্তোনিয়া, নেদারল্যান্ড, গাম্বিয়া, মোজাম্বিক, দক্ষিন আফ্রিকা, সোমালিয়া, জিম্বাবুয়ে, ঘানা ও কলম্বিয়াসহ বিভিন্ন দেশের বিখ্যাত কোম্পানির সম্মানিত সিইও আমন্ত্রিত হয়ে ওই অনুষ্ঠানে অংশ নেন। তাদের সার্টিফিকেট এবং সম্মাননা পুরস্কার দেয়া হয়। ৩০ অক্টোবর অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে এই পুরস্কারে মানোনীত হন ডা. লকিয়ত উল্যা।

মূলত বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত কোম্পানির সিইওদের মধ্যে আন্তঃসংযোগ সাধন এবং যোগাযোগ প্ল্যাটফর্ম তৈরি করে খনিজ সম্পদ, রিয়েল এস্টেট, হাসপাতাল, ওষুধ, প্রযুক্তি, শিক্ষা ও লজিস্টিক সাপোর্টসহ অন্যান্য ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সম্প্রসারণ ও সহজীকরণই এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য। এতে আধুনিক বিশ্ব বাণিজ্যের রূপরেখা, আন্তঃদেশীয় বাণিজ্য সম্প্রাসারণে প্রতিবন্ধকতা, মেধাস্বত্ব আইন, নিত্য নতুন আবিষ্কার নিয়ে বিষদ আলোচনা ও প্রবন্ধ উপস্থাপন করা হয়।

“দ্যা বিজনেজ এক্সিকিউটিভ” মূলত ঘানার রাজধানী আক্রায় অবস্থিত একটি আন্তর্জাতিক বাণিজ্যিক সংগঠন। যারা বিভিন্ন দেশের প্রতিষ্ঠিত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক উদ্যোক্তাদের নিয়ে তাদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষে সম্মাননা সম্মেলন করে থাকে। এতে মনোনীত সিইওদের পাশাপাশি বরেণ্য রানীতিবিদ, অর্থনীতিবিদ, সাহিত্যিক, ক্রীড়া ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, চলচ্চিত্র ব্যক্তিত্ব, রাষ্ট্রদূত, নোবেল বিজয়ী এবং অবসরপ্রাপ্ত রাষ্ট্র প্রধানগণ অতিথি হিসেবে উপস্থিত থাকেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: