• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

১৮ দিনে ইউরোপের ১১ দেশ সফর করলেন শায়েখ আহমাদুল্লাহ

প্রকাশিত: ২০:০০, ২২ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:০১, ২২ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
১৮ দিনে ইউরোপের ১১ দেশ সফর করলেন শায়েখ আহমাদুল্লাহ

বিশিষ্ট ইসলামি আলোচক ও আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ার‌ম্যান শায়খ আহমাদুল্লাহ ইউরেপ সফর করেছেন। বার্লিনের দারুল ইহসানের আমন্ত্রণে জার্মানি গিয়েছিলেন। সেখান থেকে একে একে ১১টি দেশে ইসলামিক কনফারেন্স করেছেন তিনি। পরে নিজেই একটি স্ট্যাটাসে জানিয়েছেন এই তথ্য।

শুক্রবার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে আহমাদুল্লাহ জানান, Darul Ihsan Berlin e.V. এর আমন্ত্রণে মাত্র আঠারো দিনে শিল্প-সাহিত্য ও বিজ্ঞানের কেন্দ্র ইউরোপের এগারোটি দেশ সফরের সুযোগ হলো আলহামদুলিল্লাহ। 

ওই পোস্টে তিনি আরও লেখেন,  সফর মানুষের জ্ঞান, অভিজ্ঞতা এবং উপলব্ধিকে সমৃদ্ধ করে। শাণিত করে জীবন-দর্শন ও দেখার চোখ। এবারের সফরে পৃথিবীর মোড়লদের জীবন, দর্শন, সংস্কৃতি এবং তাদের দৃষ্টিভঙ্গি ও কর্মকৌশল কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।

অনেকগুলো ছবি সম্বলিত ওই পোস্টে ইউরোপ সফরের অভিজ্ঞতা নিয়ে বই লেখার ইচ্ছা পোষণ করেন এই ইসলামিক ব্যক্তিত্ব। তিনি লেখেন, সফরে নিয়মিত ডায়রি লিখেছি। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে মিলনমেলা, ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন এবং মুসলমানদের হারানো গৌরবময় অতীতের যেসব স্মৃতি দেখেছি, সেইসব অভিজ্ঞতা সিঞ্চন করে অচিরেই একটি বই প্রকাশের ইচ্ছা আছে।

ওই পোস্টের কমেন্টে তিনি লেখেন, এই সফরে জার্মানী, ফ্রান্স, স্পেন, ইতালী, সুইডেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, পর্তুগাল, চেক রিপাবলিক ও পোল্যান্ড সফরে আমারও অভিজ্ঞতার ঝুলিতে যুক্ত হয়েছে বহুকিছু। উপলব্ধি হয়েছে নতুন নতুন বিষয়। ইন শা আল্লাহ বিস্তারিত লিখবো সেসব কথা।
 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2