সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী মারা গেছেন

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক নির্বাচন কমিশনার মো. মোদাব্বির হোসেন চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
বৃহস্পতিবার (১ মে) ভোর পাঁচটায় রাজধানীতে গুলশানে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মোদাব্বির হোসেন চৌধুরী দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। হবিগঞ্জের এ কৃতি সন্তান ছিলেন সিলেট বিভাগের প্রথম ডিআইজি।
মরহুমের জানাজা বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতারা ফুল দিয়ে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন ও অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।
মৃতদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মোদাব্বির হোসেন চৌধুরী ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৭তম আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট ছিলেন এবং পাকিস্তান সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট হিসেবে অবসর গ্রহণ করেন।
পরে জিয়াউর রহমানের শাসনামলে তিনি পুলিশে যুক্ত হন। ২০০২ সালে আইজিপির দায়িত্ব পালন করেন তিনি। পরে তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়। ২০০৫ সালে অবসর গ্রহণ করেন পুলিশের সাবেক এ আইজিপি। এ ছাড়া তিনি নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিভি/টিটি
মন্তব্য করুন: