রোমে বাংলাভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজকে সংবর্ধনা

বাংলাভিশনের বিজনেস এডিটর, সিনিয়র সাংবাদিক জিয়াউল হক সবুজের রোম আগমন উপলক্ষে ইতালিতে সংবর্ধনা দিয়েছে রোম প্রবাসী সাংবাদিকরা।
বুধবার (৭ মে) রোমের স্থানীয় একটি রেস্ট্যুরেন্টে প্রবাসী সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাস কথার ইউরোপ ব্যুরো প্রধান এম কে রহমান লিটন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক রিয়াজ হোসেন। এ সময় ইতালি প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি নেতারা জিয়াউল হক সবুজের পেশাগত অবদান ও সাংবাদিকতায় তাঁর নিরলস ভূমিকার প্রশংসা করেন। বিজনেস সাংবাদিকতায় অসামান্য অবদান রাখা এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউসহ বিভিন্ন সংগঠনে সফলতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তাকে সম্বর্ধনা জানান তারা।
অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রবাসীদের হয়রানি বন্ধে দেশের গণমাধ্যমকর্মীদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন। সেইসাথে প্রবাসে কর্মরত বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের কাজের যথাযথ মূল্যায়ন এ স্বীকৃতির অনুরোধ জানান। প্রবাসী সাংবাদিকদের জাতীয় প্রেসক্লাবসহ পেশাজীবী সংগঠনের স্বীকৃতি এবং তাদের কল্যাণে কাজ করারও তাগিদ দেন কয়েকযুগ ধরে রোমে কাজ করা বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানে সাংবাদিক সবুজ রোম প্রবাসী সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে বাংলাদেশকে বিশ্বময় যথাযথ ব্র্যান্ডিং করা এবং ইতালির মূলধারার গণমাধ্যমে যুক্ত হওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ, শাহীন খলিল কাওসার, লিটন চৌধুরী, মো. ইউসুফ আলী ও আমীর হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং রোম চেম্বার অব কমার্স এন্ড ল’ - সিসিএল এর কর্ণধার ড. এম এইচ মুক্তার, ইমতিয়াজ আহমেদ রুমি, নজরুল জাইন ও রনি হেসেনসহ স্থানীয় কমিউনিটির ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সাংবাদিক সবুজ তাঁর ২১ বছরের পেশাগত জীবনে ২টি জাতীয় পত্রিকা ছাড়াও চ্যানেল টোয়েন্টি ফোর ও দিগন্ত টেলিভিশনে কাজ করেছেন। গেলো প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে কাজ করছেন জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশনে। পেশাগত জীবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে একাধিকবার দায়িত্ব পালন করেন।
কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম, রিহ্যাব বর্ষসেরা সাংবাদিকসহ বেশক’টি প্রতিষ্ঠানের কাছ থেকে অ্যাওয়ার্ড লাভ করেন। দেশের মাটিতে কাজের পাশাপাশি বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বার্ষিক সম্মেলন, বিশ্ব জলবায়ু সম্মেলন, এডিবি’র সম্মেলন, বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিও’র সম্মেলন কাভারের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সংবাদ সংগ্রহ এবং ফ্লোরিডায় বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণের দুর্লভ মুহূর্তের সংবাদ সংগ্রহের সুযোগ লাভ করেন। পেশাগত কাজের সুবাদে আমেরিকা-ইউরোপ, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও আজারবাইজানসহ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: