• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বুয়েটের পর এবার টিএসসিতে পাকিস্তানের জনপ্রিয় মুফতি তারিক মাসুদের বয়ান

প্রকাশিত: ১৬:৫৮, ২৬ জুলাই ২০২৫

আপডেট: ১৭:১৬, ২৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বুয়েটের পর এবার  টিএসসিতে পাকিস্তানের জনপ্রিয় মুফতি তারিক মাসুদের বয়ান

বুয়েটের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) বয়ান করেছেন পাকিস্তানের জনপ্রিয় আলেম মুফতি তারিক মাসুদ ইসলাহী। শনিবার (২৬ জুলাই) টিএসসি মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা মনজুর।

গত ২২ জুলাই ৯ দিনের সফরে বাংলাদেশে এসেছেন এই আলেম। ইসলামি অঙ্গনে তার আগমন নিয়ে ইতোমধ্যে দেশজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ। সফরকালে তিনি ঢাকা, কক্সবাজার, সিলেট ও মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানে ইসলামি আলোচনা, ফিকহ সেমিনার, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেম-উলামাদের সঙ্গে মতবিনিময় করবেন।
  
গত ২৪ জুলাই তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বক্তব্য রাখেন। একই দিন রাত ৯টায় ঢাকার ওয়ারী এলাকায় মসজিদুন নূরে একটি আলোচনায় অংশ নেন। পরদিন 
শুক্রবার  বনশ্রী সেন্ট্রাল মসজিদে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। একই দিন রাত ৭টা ৩০ মিনিটে পল্লবীর ইনসাফ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে আরও একটি বড় পরিসরের ইসলামি আলোচনা করেন।
 
আজ শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য দেন। এরপর বিকাল ৩টা ৩০ মিনিটে তিনি রাজধানীর নয়াপল্টনে জোনাকি কনভেনশন হলে অংশ নেবেন এক বিশেষ ইসলামি সম্মেলনে।
 
আগামী ২৯ জুলাই কক্সবাজারে রাত ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে একটি ফিকহ সেমিনার। এটি আয়োজন করছেন খালিদ সাইফুল্লাহ আয়ূবী। এর মাধ্যমে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলেও ইসলামি চিন্তাচর্চার একটি নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।
 
বুধবার সকালে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন। রাতে মৌলভীবাজার সদরে আরেকটি ইসলামি সম্মেলনে অংশ নেবেন। এই দুই আয়োজনের পেছনে রয়েছেন হিশামুর রহমান তালহা ও খালিদ সাইফুল্লাহ আয়ূবী।
 
৩১ জুলাই রাতে অনুষ্ঠিত হবে তার সফরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আয়োজন—আন্তর্জাতিক ইসলামিক দাওয়াহ কনফারেন্স। এই অনুষ্ঠানটি হবে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। আয়োজনে রয়েছে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার।
  
মুফতি তারিক মাসুদ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি দারুল উলুম করাচি থেকে ইসলামি শিক্ষায় দাওরায়ে হাদিস ও ইফতা কোর্স সম্পন্ন করেন এবং প্রখ্যাত আলেম মুফতি রফী উসমানী ও মুফতি তকী উসমানীর ছাত্র ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে পাকিস্তানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন এবং তাঁর ভাষণগুলো ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলিয়নেরও বেশি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

তার আলোচনায় সমসাময়িক সামাজিক সমস্যা, পারিবারিক জীবনের আদর্শ, নৈতিকতা ও হালাল-হারামের স্পষ্ট ব্যাখ্যা উঠে আসে, যা বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে ব্যাপকভাবে জনপ্রিয়। সাদাসিধে অথচ গভীর যুক্তিনির্ভর বয়ান তাঁকে আন্তর্জাতিক পরিসরে এক উজ্জ্বল ইসলামি দাঈ হিসেবে পরিচিত করেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: