বিশিষ্ট ব্যবসায়ী মকবুল আহমেদ চৌধুরীর কুলখানি শনিবার

বিশিষ্ট কেমিক্যাল ব্যবসায়ী মরহুম আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরীর কুলখানি আগামী শনিবার (০৬ সেপ্টেম্বর) বাদ যোহর অনুষ্ঠিত হবে। কুলখানি উপলক্ষে মোহাম্মদপুরের শেরশাহসুরি রোডস্থ বাইতুল ফালাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, সলিমুল্লাহ রোডস্থ জামি’আ ইসলামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মরহুমের প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর রামগঞ্জের পানপাড়া ফাতেমা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
এটিএন বাংলা পরিচালক বার্তা ও ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। দুইদফা নামাজে জানাজা শেষে গত মঙ্গলবার বাদ এশা মোহাম্মদপুরের ঈদগাহ মাঠস্থ কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে, পুত্রবধূ, নাতি—নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিভি/এসজি
মন্তব্য করুন: