• NEWS PORTAL

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

অন্য ধর্মাবলম্বীরা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, পড়ে আমাদের আচার-আচরণ: শায়খ আহমাদুল্লাহ

প্রকাশিত: ১৭:৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অন্য ধর্মাবলম্বীরা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, পড়ে আমাদের আচার-আচরণ: শায়খ আহমাদুল্লাহ

১৯ সেপ্টেম্বর (শুক্রবার) অস্ট্রেলিয়ার সিডনি শহরের সবচেয়ে দৃষ্টিনন্দন মসজিদ আল বাইত আল ইসলাম (অস্ট্রেলিয়ান ইসলামিক হাউস)-এ জুমার খুতবা প্রদান করেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব, লেখক ও আলোচক শায়খ আহমাদুল্লাহ।

‘ইসলাম প্রচারে মুসলমানদের কার্যকরী ভূমিকা’ বিষয়ে খুতবা দেন তিনি । এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহীম আবু মুহাম্মাদ।

খুতবায় শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘অমুসলিমরা ইসলামকে বই পড়ে যতটা না চিনবে, তারচেয়ে বেশি চিনবে মুসলমানদের চরিত্র দেখে। মুসলমান যদি নিজের জীবনে কুরআন-সুন্নাহর পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিফলিত করে, তবে সেটিই হবে এই সময়ে সবচেয়ে কার্যকরী দাওয়াহ।’

তিনি আরও বলেন, ‘আজকের পৃথিবীতে ইসলামকে যখন ভুলভাবে উপস্থাপন করার প্রবণতা বেড়েছে, এই সময়ে আমাদের দায়িত্ব হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজির (সা.)-এর আদর্শকে পূর্ণাঙ্গ ধারণ করা। পরিবার, সমাজ ও রাষ্ট্র—সকল ক্ষেত্রে নবী করিম (সা.)-এর আদর্শের প্রতিফলন ঘটানো।

এছাড়া প্রবাসীদেরকে সুশৃঙ্খল ও সততাপূর্ণ জীবনযাপন করার ব্যাপারেও বিশেষ আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ। জুমার খুতবায় স্থানীয় আলেম, কমিউনিটি নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি ও বিপুল সংখ্যক স্থানীয় মুসল্লি উপস্থিত ছিলেন।

পরে  ২০ সেপ্টেম্বর (শনিবার) অস্ট্রেলিয়ার ডায়মন্ড ভেন্যুস গ্রুপ, ক্যান্টারবুরি রোড, পাঞ্চবোল, নিউ সাউথ ওয়েলস 2196-তে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বিশেষ মতবিনিময়, আলোচনা সভা ও প্রশ্নোত্তর সেশনে অংশগ্রহণ করেন তিনি। 
 

এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2