‘বাঁশের কেল্লা’ ধ্বংস হলেও ইতিহাস স্মরণ করে সেই শহীদের নাম
১৭৮২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন ব্রিটিশবিরোধী বিপ্লবী ও কৃষক নেতা তিতুমীর। তার প্রকৃত নাম ছিল সৈয়দ মীর নিসার আলী। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের হায়দারপুর গ্রামে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মীর হাসান আলী এবং মাতার নাম আবিদা রুকাইয়া খাতুন।
ঊনবিংশ শতকে বাংলায় ব্রিটিশ শাসনের অধীনে নীলকর সাহেবদের অত্যাচার, জমিদারদের শোষণ এবং কৃষকদের ওপর অতিরিক্ত কর ও নিপীড়ন চরম আকার ধারণ করে। এসব অন্যায়ের বিরুদ্ধে তিতুমীর কৃষকদের সংগঠিত করেন এবং বিদ্রোহের নেতৃত্ব দেন।
ব্রিটিশ শাসন ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে তিতুমীর সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। তিনি বাঁশ দিয়ে নির্মিত একটি দুর্গ তৈরি করেন, যা ইতিহাসে ‘বাঁশের কেল্লা’ নামে পরিচিত। এই কেল্লাই ছিল প্রতিরোধ আন্দোলনের প্রধান কেন্দ্র। ১৮৩১ সালে ১৯ নভেম্বর ব্রিটিশ বাহিনী কামান নিয়ে আক্রমণ চালায়। এর ফলে বাঁশের কেল্লা ধ্বংস হয় এবং সেই যুদ্ধে তিতুমীর শহীদ হন।
তিতুমীর ছিলেন বাংলার প্রথম দিককার কৃষক বিদ্রোহের অন্যতম নেতা। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গণআন্দোলনের পথপ্রদর্শক হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। আজও তিনি শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের এক অনন্য প্রতীক।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: