• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

এক সঙ্গে কয়েকটি সুখবর দিলেন অভিনেত্রী শুভশ্রী

প্রকাশিত: ১৬:২৮, ২৭ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
এক সঙ্গে কয়েকটি সুখবর দিলেন অভিনেত্রী শুভশ্রী

শুভশ্রী গঙ্গোপাধ্যায়

বেশ কয়েকদিন ধরেই শিরোনামে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার অন্যতম প্রধান কারণ দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন এ অভিনেত্রী। নিজেই পোস্ট করে সেকথা জানিয়েছিলেন সকলকে।

এরপর ইন্দোনেশিয়ার বালিতে দিনকয়েকের বেবিমুন কাটিয়ে আসা থেকে শুরু করে, তাদের জীবনের সুন্দর বেশকিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন শুভশ্রী।  

গর্ভাবস্থা উপভোগ করতে চান অভিনেত্রী। একথা আগেই জানিয়েছেন তিনি। ছোট্ট ইউভান কিছু বুঝতে না পারলেও যে কিছু একটা হতে চলেছে সেটা টের পাচ্ছে।

বেশ কিছুদিন ধরেই শুভশ্রীর প্রযোজনা সংস্থার কথা শোনা গিয়েছিল। এবার সেই স্বপ্ন পূরণের পথেই অভিনেত্রী।

‘সিকাবা হাউজ’ নামে তার নিজস্ব প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন। ইতিমধ্যেই তিনি প্রযোজনায় হাত দিয়েছেন রাজ চক্রবর্তী প্রযোজিত ‘আবার প্রলয়’-এর হাত ধরে।

অন্যদিকে ‘বৌদি ক্যান্টিন’, ‘ইন্দুবালা’, ‘পরিণীতা’ সহ একাধিক ছবি বা সিরিজে নিজেকে বারবার প্রমাণ করেছেন শুভশ্রী। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি কতটা দক্ষ। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2