বিজয়ের মাসে, লাল-সবুজের পতাকা তৈরির ধুম
ব্যস্ততা বেড়েছে লাল-সবুজের পতাকা তৈরির। ছবি: সিআরআই বাংলা
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিবস ঘিরে বাঙালির উচ্ছ্বাসের কোনো কমতি নেই। তবে এবারের আয়োজন একটু ভিন্ন। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে পত পত করে উড়বে গর্বিত পতাকা। শিশু-কিশোর সবার হাতেই থাকবে লাল-সবুজের স্মারক। আর সেই পতাকা তৈরির ধুম পড়েছে কারিগরদের।
এই পতাকা অর্জন করতে গিয়ে শহীদ হয়েছেন ৩০ লাখ বাঙালি।
দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর পরাজিত হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী।
নারী পোশাক শ্রমিকরা ব্যস্ত লাল-সবুজের এসব পতাকা তৈরিতে।
বিভি/এজেড
মন্তব্য করুন: