কাঁঠগোলাপের সঙ্গে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান
ছবি: জয়া আহসান
রূপালি পর্দায় জনপ্রিয় মুখ জয়া আহসান। এপার বাংলা ছাপিয়ে রঙ্গিন করেছেন ওপার বাংলা চলচ্চিত্র অঙ্গন। পুরস্কৃত এই অভিনেত্রীকে নিয়ে কৌতুহলী তার ভক্তবৃন্দ। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অনুসারীদের জন্য ‘কাঁঠগোলাপ’ ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করেছেন জয়া আহসান।
৫ দশমিক ৭ মিলিয়ন ফেসবুক ফলোয়ারের জন্য গোলাপী পোশাকে আবেদনময়ী ছবি পোস্ট করেছেন জয়া আহসান।
বলা চলে, মেকআপ ছাড়াই সবুজের সমারোহ এবং ফুলের মাঝেও জয়ার সৌন্দর্য অতুলনীয়।
জয়া আহসানের ভক্তদের চাহিদা বিবেচনা করেই এই আয়োজন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: