• NEWS PORTAL

  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছবিতে ছবিতে দেখে নিন বাংলাদেশের বিজয়ের মুহূর্তগুলো

প্রকাশিত: ১২:২৩, ৪ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১২:৩৩, ৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ছবিতে ছবিতে দেখে নিন বাংলাদেশের বিজয়ের মুহূর্তগুলো

মাঠে কাল বড্ড চনমনে ছিলেন মুশফিক। উড়ন্ত ক্যাচ আর উচ্ছ্বসিত হাসি দিয়ে ভক্তদের আনন্দিত করেছেন বারবার

এশিয়া কাপে বিদায়ের শঙ্কা জাগা বাংলাদেশ এখন সুপার ফোরে। আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের পরাস্ত করে টাইগাররা। ছবিতে ছবিতে দেখে নিন ম্যাচের নানান মুহূর্ত। ছবিগুলো এসিসি ও ইএসপিএন থেকে নেওয়া।

টসের সময়ও হয়তো বিদায়ের শঙ্কা উঁকি দিয়েছিলো সাকিবের মনে টসের সময়ও হয়তো বিদায়ের শঙ্কা উঁকি দিয়েছিলো সাকিবের মনে

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গাইছেন টাইগাররা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গাইছেন টাইগাররা

লাহোরের মাঠে টাইগারদের প্রতি সমর্থন জানাতে এসেছিলেন বাংলাদেশের দর্শকরাও লাহোরের মাঠে টাইগারদের প্রতি সমর্থন জানাতে এসেছিলেন বাংলাদেশের দর্শকরাও

চমক দিয়ে নাঈমের সঙ্গে ওপেনিংয়ে আসেন মিরাজ। ৭ ম্যাচ পর সূচনা জুটিতে আসে ৫০ পেরোনো ইনিংস চমক দিয়ে নাঈমের সঙ্গে ওপেনিংয়ে আসেন মিরাজ। ৭ ম্যাচ পর সূচনা জুটিতে আসে ৫০ পেরোনো ইনিংস

রেকর্ড ১৯৪ রানের জুটি গড়ে দলকে বড় রানের ভিত তৈরি করে দেন শান্ত ও মিরাজরেকর্ড ১৯৪ রানের জুটি গড়ে দলকে বড় রানের ভিত তৈরি করে দেন শান্ত ও মিরাজ

সুযোগ পেয়ে ক্যারিয়ারের আরও একটি সেঞ্চুরি তুলে নেন মিরাজ। রিটায়ার্ড হয়ে ফেরেন ১১২ রানে।সুযোগ পেয়ে ক্যারিয়ারের আরও একটি সেঞ্চুরি তুলে নেন মিরাজ। রিটায়ার্ড হয়ে ফেরেন ১১২ রানে।

সেঞ্চুরি পান শান্তও। সেলিব্রেশন করে জানিয়ে দিলেন এই সেঞ্চুরিটা নবাগত সন্তানের।সেঞ্চুরি পান শান্তও। সেলিব্রেশন করে জানিয়ে দিলেন এই সেঞ্চুরিটা নবাগত সন্তানের।

দ্রুত দুটি উইকেট তুলে নিয়ে উল্লাসে মেতেছিল আফগান বোলাররা। তবে এই হাসি আর থাকেনি পরে।দ্রুত দুটি উইকেট তুলে নিয়ে উল্লাসে মেতেছিল আফগান বোলাররা। তবে এই হাসি আর থাকেনি পরে।

ছক্কা হাঁকানোর পর আঙুলে ক্র্যাম্প হওয়ায় ক্রিজ ছেড়ে উঠে যান মিরাজ। ছক্কা হাঁকানোর পর আঙুলে ক্র্যাম্প হওয়ায় ক্রিজ ছেড়ে উঠে যান মিরাজ। 

৩৩৫ রানের বড় লক্ষ্য যখন ব্যাটাররা দিয়েছেন, তখন বসে থাকেননি বোলাররাও। শুরুতেই শরিফুলের আঘাত৩৩৫ রানের বড় লক্ষ্য যখন ব্যাটাররা দিয়েছেন, তখন বসে থাকেননি বোলাররাও। শুরুতেই শরিফুলের আঘাত

গতির বলে আক্রমণ শুরু করেন তাসকিনও। উল্লাসে মাতে টাইগার শিবিরগতির বলে আক্রমণ শুরু করেন তাসকিনও। উল্লাসে মাতে টাইগার শিবির

ইব্রাহিম জাদরানের ক্যাচটি বাজপাখির মতো উড়ে গিয়ে তালুবন্দী করেন মুশফিক।ইব্রাহিম জাদরানের ক্যাচটি বাজপাখির মতো উড়ে গিয়ে তালুবন্দী করেন মুশফিক।

আফগানদের হয়ে শুধু হাসমতউল্লাহ শহীদি একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করে ফিফটি তুলে নেন।আফগানদের হয়ে শুধু হাসমতউল্লাহ শহীদি একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করে ফিফটি তুলে নেন।

ম্যাচ জয়ের পর কুশল বিনিময় করে মাঠ ছাড়ছে সাকিব ও তার দল।ম্যাচ জয়ের পর কুশল বিনিময় করে মাঠ ছাড়ছে সাকিব ও তার দল।

বিভি/এ.জেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2