জাহারা মিতু যখন বউ!

জাহারা মিতু
জাহারা মিতুর কর্মজীবন শুরু হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০১৯ সালের অক্টোবর মাসে শাকিব খানের বিপরীতে আগুন সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু হয় মিতুর। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা জয় বাংলা ২০২২ সালে মুক্তিপায়। সম্প্রতি মিতু বউয়ের সাজে একটি ফটোস্যুটে অংশ নিয়েছেন। কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে মিতু ক্যাপশন দিয়েছেন, 'যদি বউ সাজোগো………..'
মন্তব্য করুন: