• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা-কর্মীদের ব্যস্ততা (ফটো গ্যালারি)

প্রকাশিত: ১৯:৫৮, ২৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:০০, ২৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা-কর্মীদের ব্যস্ততা (ফটো গ্যালারি)

ভাষানটেকের জনসভায় আগত নেতাকর্মীদের অভিবাদন জানাচ্ছেন তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা গত বুধবার প্রতীক বরাদ্দ পেয়েছেন। আর বৃহস্পতিবার শুরু হয়েছে নির্বাচনী প্রচার। এর মধ্য দিয়ে মাঠে গড়িয়েছে সংসদ নির্বাচন। 

মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটের হযরত শাহজালাল (রা.) এর মাজার থেকে প্রচারণা শুরু করেছেন।

চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী আবু সুফিয়ান চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা।

এরপর সিলেটে জনসভা দিয়ে নেমেছেন নির্বাচনী প্রচারের মাঠে।

রাজধানীর ভাষানটেকের জনসভায় স্ত্রী ডা. জুবাইদাকে নিয়ে হাজির হয়েছিলেন তারেক রহমান।

নিজের পরিকল্পনা, দলীয় পরিকল্পনার পাশাপাশি ক্ষমতায় গেলে দেশ চালানোর রূপরেখা জনগণকে শোনাচ্ছেন তারেক রহমানসহ বিএনপির নেতা-কর্মীরা।

প্রয়াত নেতা সালাহউদ্দীন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীও ব্যস্ত সময় পার করছেন।

শুধু জেলায় জেলায় নয়, প্রতিটা নির্বাচনী আসনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীরা প্রতীকসহ নেমে পড়েছেন মাঠে।

ঢাকা-৬ আসনের প্রতিটা অলিগলিতে মানুষের সাথে মিশছেন ইশরাক হোসেন।

গ্রামে-গঞ্জে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন নেতাকর্মী। ভোট চাচ্ছেন ধানের শীষে।

মধ্যরাতেও চলছে প্রচারণা। হাতে ফ্যামিলি কার্ড নিয়েই প্রতিশ্রুতি তারেক রহমানের।

কখনো কখনো তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড নিয়েও চালাচ্ছেন প্রচারণা। 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে ছিল উপচেপড়া ভিড়।

ভোর থেকে মধ্যরাতব্যাপী ছুটে চলছেন তারেক রহমান নিজেও। কখনো স্ত্রীকে কখনোবা মেয়ে জাইমা রহমানকে নিয়েই যুক্ত হচ্ছেন সমাবেশে।

তারেক রহমানের এক হাতে ফ্যামিলি কার্ড। আরেক হাতে কৃষি কার্ড।

নির্বাচনী আইন অনুযায়ী, প্রচার চালানো যাবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। 

বসে নেই বিএনপির নারী প্রার্থীরাও। এলাকার প্রতিটা বাড়িতেই যাচ্ছেন আফরোজা খানম রিতা।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জুলা

মেয়ে জাইমা রহমানকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে তারেক রহমানের আলাপচারিতা।ই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন।

প্রয়াত বেগম খালেদা জিয়ার সাজে সমাবেশে আসা শিশুকে আদর করেন তারেক রহমান ও জুবাইদা রহমান।

সিলেটের জনসভা দিয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামেন তারেক রহমান।

বিশেষ এই বাসে করেই এক জেলা থেকে আরেক জেলায় ছুটে চলছেন তারেক রহমান।

সমাবেশে আসা নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

হযরত শাহজালাল (রা.) এর মাজার জিয়ারত দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান।

ছবি সোর্স: বাংলাভিশনের প্রতিনিধি, বিএনপি মিডিয়া সেল, বিএনপির অফিসিয়াল ফেসবুক পেইজ ও বিভিন্ন গণমাধ্যম।

বিভি/এজেড

মন্তব্য করুন: