• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশের হারের পাঁচ কারণ

প্রকাশিত: ১৫:০৪, ১৮ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
বাংলাদেশের হারের পাঁচ কারণ

সাকিব-মুশফিকের ধীর গতির জুটি ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। ছবি: টুইটার

জয় পাওয়া উচিত বিশ্বকাপ বাছাইপর্বের এমন ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরেছে বাংলাদেশ। হারের ব্যবধান ছোট মনে হলেও বাংলাদেশ দুই-তিন ওভার থাকতেই এক প্রকার হার মেনে নেয়। অথচ ম্যাচের মোমেন্টাম ছিলো বাংলাদেশ দলের হাতেও। 

ছবি: টুইটার

ওই সুযোগ নিতে পারেনি দল। স্কটল্যান্ডের বিপক্ষে লজ্জার ওই হারের বেশ কিছু কারণ আছে।

বল হাতে ৫৩ রাতে ৬ উইকেট নেওয়ার পরও রক্ষণাত্মক বোলিং করেছে মাহমুদুল্লাহ‘র দল। আফিফকে হুট করে আনেন আক্রমণে। পেসাররা সুবিধা করতে না পারায় বড় জুটি পেয়ে যায় স্কটল্যান্ড। 

বল হাতে পাওয়া মোমেন্টাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ছবি: টুইটার

বাংলাদেশ দলের দুই ওপেনার দায়িত্বহীন ক্রিকেট খেলেছেন। দু’জনই বলের মেরিট বিবেচনা না করে তেড়ে খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আউট হয়েছেন। 

সাকিবের ধীর গতির ব্যাটিং পুষিয়ে নিতে পারেনি দল। ছবি: টুইটার

সাকিব-মুশফিক ব্যাট হাতে দলের শুরুর ধাক্কা সামাল দেন। তাঁরা গড়েন ৪৭ রানের জুটি। ওই জুটি গড়তে ৪৬ বল খেলেন। 

সাকিব করেন ২৮ বলে ২০ রান। তাঁর ওই ধীর গতির ইনিংস দলকে চাপে ফেলে দেয়। যেটা মাহমুদুল্লাহ-আফিফ সামাল দিতে পারেননি। 

স্কটল্যান্ডের স্পিনে চড়াও হতে চেয়েছিলো বাংলাদেশ। তাঁরাই গড়ে দিয়েছে পার্থক্য। ছবি: টুইটার

ব্যাট হাতে ভুল পরিকল্পনা নিয়েছেন সাকিব-মুশফিক। পেস বলে বেশি ডট দিয়েছেন। স্পিনে ঝড় তোলার পরিকল্পনা নিয়েছেন। যে সুযোগ নিতে দেয়নি স্কটল্যান্ড। 

বিভি/এসএম

মন্তব্য করুন: