• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

গোধূলি লগ্নের স্নিগ্ধ হাওয়া, লাল ইটের ভাঁজে রক্তিম ছোঁয়া

ইভা আক্তার, গণ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২০:০৬, ৯ মার্চ ২০২৪

আপডেট: ১১:০৬, ১০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
গোধূলি লগ্নের স্নিগ্ধ হাওয়া, লাল ইটের ভাঁজে রক্তিম ছোঁয়া

পড়ন্ত বেলায় সূর্য যখন বিদায় নেয়, তখন যেন একটা মায়া রেখে যায়। সেই মায়ায় রক্তিম হয়ে হঠে আকাশ। তখন ভিন্ন রঙে সাজে ধরণী। ফুল, পাতা কিংবা উঁচু উঁচু দালানগুলোও বদলায় তার রূপ। গোধূলি লগ্নে বয়ে যায় স্নিগ্ধ ও কোমল হাওয়া। গোধূলি লগ্নে কেমন থাকে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের রূপ? সেই চিত্র তুলে ধরেছেন, ইভা আক্তার।

গোধূলি লগ্নে কেমন থাকে  সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের রূপ?

আরও পড়ুন: রঙিন ফুলে বাহারি সাজে সেজেছে ৩২ একর

প্রকৃতির ভিন্ন ভিন্ন সময়ে দেখা যায় ক্যাম্পাসে দেখা যায় ভিন্ন সাজ।

রঙিন ফুলে বাহারি সাজে সেজেছে গণ বিশ্ববিদ্যালয়ের ৩২ একর।

ফুল, পাতা কিংবা উঁচু উঁচু দালানগুলোও বদলায় তার রূপ

লাল ইটের ভাঁজে রক্তিম ছোঁয়া

গোধূলি লগ্নে লাল ইটের ভাঁজে রক্তিম ছোঁয়া​​​​​​

বিভি/এজেড

মন্তব্য করুন: