ভ্রমণ কন্যা মধুমিতা

জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার
পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তিনি মূলত বোঝেনা সে বোঝেনা টেলিভিশন ধারাবাহিকের পাখি, কেয়ার করি নার "জুনি" ও কুসুম দোলার "ইমন" চরিত্রের জন্য পরিচিতি। এছাড়া তিনি মডেলিং ও করেছেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে অনার্স করা এই তারকার স্বামী পরিচালক, প্রযোজক ও অভিনেতা সৌরভ চক্রবর্তী। তাদের দেখা সবিনয় নিবেদনের সেটে হয়। তারপর তাদের প্রেম হয় । দীর্ঘ দিন প্রেম করার পর তাদের বিয়ে হয় ২০১৫ সালের জুলাইয়ে। তার শখ ঘুরে বেড়ানো। বিশেষ করে বিভিন্ন পাহাড়ি এলাকা ভ্রমণে যান এবং সেখানকার ছবি ফেসবুকে শেয়ার করেন। মহুর্তেই তা ভাইরাল হয়, ইতিবাচক-নেতিবাচক অজস্র মন্তব্যের পাশাপাশি শেয়ারও করেন মধুমিতার অনেক ভক্ত।
মন্তব্য করুন: