• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

বসন্ত এসেগেছে!

প্রকাশিত: ১৫:৪১, ১২ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বসন্ত এসেগেছে!

বাতাসে বহিছে প্রেম,
নয়নে লাগিলো নেশা
কারা যে ডাকিলো পিছে,
বসন্ত এসে গেছে
মধুর অমৃতবানী বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব ..
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।

জয়া আহসান

ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু, ষড়ঋতুর শেষ ঋতু। বসন্ত ঋতুর আগমন ঘটে শীত চলে যাবার পর এবং গ্রীষ্ম আসার আগে। গ্রীষ্মমন্ডলীয় এলাকায় তাপমাত্রা বাড়তে থাকে কারণ পৃথিবী সূর্যের দিকে হেলে থাকে।
 এই ঋতুতে ফুল ফুটে, নতুন গাছের পাতা গজায়, নতুন গাছের জন্ম হয়। এর ফলে গাছপালা বেড়ে উঠে, ফুল ও ফলের পরবর্তী বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বসন্ত ঋতু সবদিক থেকে জনজীবনের জন্য নিরাপদ সময়। এই সময়ে সাধারণ মানুষের মতো সেলিব্রেটিরাও বসন্তকে উদযাপন করেন নিজেদের মতো করে। ঢাকাই সিনামার দুই আলোচিত নায়িকা জয়া আহসান ও বিদ্যাসিনহা মিমও বাসন্তি শাড়ি পরে ফটোশ্যুট করেছেন।

মিম

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2