জামায়াতের সমাবেশের অনুমতি পাওয়ার সংবাদটি সঠিক নয়

আগামী শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশের অনুমতি পাওয়ার সংবাদটি সঠিক নয়।
মঙ্গলবার (১ আগস্ট) রাতে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নামে পরিচালিত একটি ফেসবুক পেজের দেওয়া তথ্যের ভিত্তিতে জামায়াত সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেয়েছে বলে সংবাদ প্রকাশ করে বাংলাভিশন। কিন্তু সংবাদ প্রকাশের পর জামায়াত জানিয়েছে, এই পেজটি শফিকুল ইসলাম মাসুদের পরিচালিত নয়। ড. শফিকুল ইসলাম মাসুদের অফিসিয়াল ফেসবুক পেজটি ইংরেজি নামে রয়েছে অথচ কে বা কারা তাঁর নামে বাংলায় ফেসবুক পেজ খুলে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
সমাবেশের অনুমতির বিষয়ে জানতে চাইলে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বাংলাভিশনকে বলেন, ‘আমরা ৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য আজ বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে চিঠি পাঠিয়েছি। পুলিশ চিঠি গ্রহণ করলেও এখনো অনুমতি সংক্রান্ত কিছুই জানায়নি।’ ড. শফিকুল ইসলাম মাসুদের নামে যে পেজের মাধ্যমে সমাবেশের অনুমতি সংক্রান্ত তথ্য ছড়ানো হয়েছে এই পেজটি মাসুদ ভাইয়ের পরিচালিত নয়। কে বা কারা তার নামে পেজ খুলে মিথ্যা তথ্য ছড়িয়েছে।
এর আগে মঙ্গলবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় দলের পক্ষ থেকে চিঠি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যান জামায়াতের লিগ্যাল টিমের সদস্যরা। পরে ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্য অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আজ কর্মদিবস হওয়ায় তারা সমাবেশের অনুমতি দেয়নি। তাই জামায়াত সিদ্ধান্ত নিয়েছে আগামী ৪ আগস্ট, শুক্রবার দুপুর ২টায় সোহারাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। আমরা সেই সমাবেশের ব্যাপারে পুলিশকে অবহিত করে তাদের সহযোগিতা চাইতে এসেছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, ‘অনুমতি নয়, আমরা পুলিশের কাছে সহযোগিতা চেয়েছি। ডিএমপি কমিশনার না থাকায় তার পক্ষে তার বিশেষ সহকারী অতিরিক্ত উপ-কমিশনার সৈয়দ মামুন মোস্তফা চিঠিটি গ্রহণ করেছেন। শুক্রবার পুলিশ সোহারাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে সহযোগিতা না করলে দলীয় ফোরামে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।’
জামায়াতের এই প্রতিনিধি দলে আরও ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট খন্দকার রেজাউল করিম, অ্যাডভোকেট আব্দুল করিম, অ্যাডভোকেট আজমত হোসাইন, মীর নূরনবী উজ্জল, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।
এর আগে ' সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেল জামায়াত'-শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বাংলাভিশন। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পেইজ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ সংবাদ করা হয়। পরে যানা যায়, এই পেইজটি তার পেইজ নয়, ভুয়া পেইজ। এ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দু:খিত।
বিভি/এইচএস
মন্তব্য করুন: