লুটেরা সরকারকে হটাতে আরো একবার গণঅভ্যুত্থান ঘটাতে হবে: আবদুর রব

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশ চুরি হয়ে গেছে, লুটেরা সরকারকে হটাতে আরো একবার গণঅভ্যুত্থান ঘটাতে হবে। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না বলেছেন, সরকার পতনের আন্দোলনের লড়াই চলবে। জনগণের সরকার ক্ষমতায় আসলে কোনো লুটপাটকারীদের জায়গা হবে না। রাজধানীতে গণমিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তারা।
দমন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে, অবৈধ সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর শাহবাগে গণমিছিল পূর্ব সমাবেশে করে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতারা বলেন, আওয়ামী লীগ এখন মাফিয়াদের দলে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আত্মীয়সজনদের বসিয়ে, সংসদ ও বিচারবিভাগকে নিজেদের মত করে ব্যবহার করছে। বলেন জনগণের টাকা লুটেরাদের বিচার দেশের মাটিতেই করা হবে।
এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, আবার একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে অবৈধ সরকার হটানো এখন সময়ের ব্যাপার মাত্র।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, লুটেরাদের বিচার করে জনগণের টাকা জনগণের কাছে ফেরত দেয়া হবে।
পরে একটি মিছিল শাহাবাগ জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কাটাবন, এলিফেন্ট রোড হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হয়।
বিভি/রিসি
মন্তব্য করুন: