• NEWS PORTAL

  • বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

তফসিল প্রত্যাখ্যান করে একযোগে হরতাল ডাকলো অনেকগুলো দল

প্রকাশিত: ১৬:৫৪, ১৬ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
তফসিল প্রত্যাখ্যান করে একযোগে হরতাল ডাকলো অনেকগুলো দল

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে অবৈধ ঘোষণা দিয়ে প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে বিএনপি। শুধু বিএনপিই নয়, বিরোধী ও সমমনা জোটের প্রায় ১৫টি দল এক যোগে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে। আগামী রবি ও সোমবার এই হরতাল কর্মসূচি পালিত হবে।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আর লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)ও হরতাল পালনের আহ্বান জানান।

সেই সঙ্গে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে একতরফা অভিহিত করে তা প্রত্যাখ্যান করে হরতাল ডেকেছে জাতীয়তাবাদী সমমনা জোটের ১১টি দল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী রবিবার ভোর ছয়টায় থেকে মঙ্গলবার ভোর ছয়টায় পর্যন্ত অর্থাৎ ১৯ , ২০ নভেম্বর একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

বিভি/এজেড

মন্তব্য করুন: