• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী

গতবার এমপি ছিলেন ৪ বাবা, এবার লড়বেন ৪ ছেলে

আহাম্মেদ সরোয়ার

প্রকাশিত: ০৯:৩৩, ২৭ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
গতবার এমপি ছিলেন ৪ বাবা, এবার লড়বেন ৪ ছেলে

সোলায়মান সেলিম, মাজহারুল ইসলাম, রাশেক রহমান ও মোহিত উর রহমান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের ঘোষিত প্রার্থী তালিকায় নতুন মুখ ৬৯ জন, নারী প্রার্থী রয়েছেন ২৩ জন। পুরাতন থেকে ফিরেছেন বেশ কয়েকজন। মন্ত্রিসভার তিনজনসহ বাদ পড়েছেন বেশ কয়েকজন। আর একাদশ সংসদে প্রতিনিধিত্ব করেছেন, এমন চারজনের সন্তান লড়বেন তাদের বাবার আসনেই।

ঠাকুরগাঁও- ২ আসনে বাবা দবিরুল ইসলামের জায়গায় মনোনয়ন পেয়েছেন তার ছেলে মাজহারুল ইসলাম। রংপুর-৫ এ সংসদ সদস্য আশিকুর রহমানের পরিবর্তে নৌকা পেয়েছেন ছেলে রাশেক রহমান। ময়নসিংহ-৪ সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের ছেলে মোহিতুর রহমান, ঢাকা-৭ হাজী সেলিমের পরিবর্তে ছেলে সোলায়মান সেলিম।

সংসদীয় আসন বিবেচনায় ১ নম্বর আসন পঞ্চগড়ে। আর প্রথম এ আসনেই নতুন মুখ আওয়ামী লীগের। মজাহারুল হক প্রধানের জায়গায় তালিকার জায়গা পেয়েছেন নাইমুজ্জামান ভুঁইয়া মুক্তা। 

এছাড়া, পাবনা-৪ এ গালিবুর রহমান শরিফ, রাজশাহী-৪ এনামুল হকের পরিবর্তে মো. আবুল কালাম আজাদ, যশোর- ২ মো. তৌহিদুজ্জামান, মাগুরা-১ সাইফুজ্জামান শিখরের পরিবর্তে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান, বাগেরহাট-৪ বদিউজ্জামান সোহাগ, খুলনা-৩ এস এম কামাল হোসেন, বরিশাল-৪ শাম্মী আহমেদ,  জামালপুর-৫ এ সাবেক মূখ্যসচিব আবুল কালাম আজাদ।

নেত্রকোনা-৫ এ ওয়ারেসাত হাসান বেলালের পরিবর্তে আহমদ হোসেন, কিশোরগঞ্জ-২ এ সাবেক আইজিপি নুর মোহাম্মদের পরিবর্তে আব্দুল কাহহার আকন্দ, ঢাকা-৫ এ হারুনুর রশীদ মুন্না, ঢাকা-৬ সাঈদ খোকন,  ঢাকা-১০ চিত্রনায়ক ফেরদৌস, ঢাকা-১১ ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৪ মাইনুল হোসেন নিখিল,  নরসিংদী-৩ ফজলে রাব্বি খান, ফরিদপুর-৩ শামীম হক,  সুনামগঞ্জ-২ বর্তমান আইজিপির ভাই চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৪ পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মো. সাদিক।

মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী নাদেল, কুমিল্লা-১ সুবিদ আলীর পরিবর্তে আব্দুস সবুর, চাঁদপুর-১ মহিউদ্দিন খান আলমগীরের পরিবর্তে ড. সেলিম মাহমুদ, ফেনী-১ আলাউদ্দিন আহমেদ চৌধুরী, চট্টগ্রাম-১ এ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিবর্তে তার ছেলে মাহবুবুর রহমান মনোনয়ন পেয়েছেন । 

এছাড়াও, বর্তমান সংসদে জায়গা না পাওয়া বেশকিছু হেভিওয়েট প্রার্থী আবারো সংসদে যাওয়ার জন্য নৌকার প্রার্থী হয়েছেন। এদের মধ্যে রয়েছে ঢাকা -১৩ তে জাহাঙ্গীর কবির নানক, আসন পরিবর্তন করে ঢাকা-৮ এ বাহাউদ্দিন নাসিম, ফরিদপুর-১ আব্দুর রহমান, সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম,  টাঙ্গাইল- ৮ অনুপম শাহজাহান জয় এবং  চাঁদপুর-২ মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া।  

বর্তমান সংসদ সদস্য এমনকি মন্ত্রিসভায় থেকেও বাদ পড়েছেন তিন প্রতিমন্ত্রী । এরা হলেন- গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান । এছাড়াও, সিরাজগঞ্জ-২ হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৪ তানভীর ইমাম,  মানিকগঞ্জ-১ ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়, গাজীপুর-৩ ইকবাল হোসেন সবুজ, চট্টগ্রাম-১২ তে হুইপ সামশুল হক চৌধুরী এবার নৌকার টিকেট পাননি ।

বিভি/এজেড

মন্তব্য করুন: