ডামি দল আর প্রার্থী নয়, ডামি ভোটারও তৈরি করা হয়েছে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণের উদ্যোগ নিয়েছে সরকার। শুধু ডামি দল আর প্রার্থী নয়, ডামি ভোটারও তৈরি করা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।
গুলশানে ব্যক্তিগত বাসভবনে সংবাদ সম্মেলনে ড.আব্দুল মঈন খান এসব কথা বলেন।
একতরফা নির্বাচন বর্জন করা প্রতিটি সচেতন নাগরিকের কর্তব্য বলে মনে করেন তিনি। অভিযোগ করেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যাবার জন্য হুমকি দেয়া হচ্ছে সাধারণ মানুষদের। প্রশাসনের মাধ্যমে চাপ দেয়া হচ্ছে। পোস্টাল ভোট দেবার জন্য প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
সরকারের ভয়ভীতিতে ভীত না হতে জনগণের প্রতি আহ্বান জানান ডক্টর মঈন খান। জানান, বিএনপি উদারপন্থী রাজনৈতিক দল। জনগণের ভোটাধিকার আদায়ে সোচ্চার থাকবেন তারা।
বিভি/টিটি
মন্তব্য করুন: