বাংলাদেশের আদর্শে বিশ্বাসী হওয়ার আহ্বান ড. আবদুল মঈন খান

ফাইল ছবি
বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে বাংলাদেশের আদর্শে বিশ্বাসী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গায়ের জোরে একজনের মত অন্যজনের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। বিএনপি এই প্রক্রিয়ায় বিশ্বাস করেনা বলেও জানান ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই কাজ করে যাচ্ছে বিএনপি। জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার কথাও বলেন, ড. আবদুল মঈন খান।
বিভি/এসজি
মন্তব্য করুন: