• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

সন্ত্রাসীদের কোনো ছাড় নেই, হুঁশিয়ারি সেতুমন্ত্রীর

প্রকাশিত: ১৮:৪৫, ১৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
সন্ত্রাসীদের কোনো ছাড় নেই, হুঁশিয়ারি সেতুমন্ত্রীর

বিরোধীদল দমনের মিথ্যা অভিযোগ তুলে সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে বিএনপি, বলেছেন আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি একথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, সরকার বেপরোয়াভাবে কাউকে কারাগারে পাঠাচ্ছে না। বরং সন্ত্রাস ও সহিংসতার অভিযোগে অভিযুক্ত বিএনপির নেতা-কর্মীরা আইন ও আদালতের মুখোমুখি হচ্ছে এবং জামিনে মুক্তিও পাচ্ছে। আওয়ামী লীগ বিরোধীদল দমনে বিশ্বাস করে না। তবে সন্ত্রাসীদের কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি তার। 

তিনি বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক বিচারের মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপি নেতারা উপজেলা নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর ও রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত বক্তব্য দিচ্ছেন।

তিনি জানান, বিএনপি নির্বাচন বিরোধী অবস্থান নেওয়ায় ভিন্ন প্রেক্ষাপটে আওয়ামী লীগকেও দলীয় প্রতীক বরাদ্দ না দেওয়ার মতো কৌশলগত অবস্থান নিতে হয়েছে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনকে ঘিরে জনগণের মাঝে উৎসবের আমেজ। বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে বাধাগ্রস্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করতে চায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

বিভি/টিটি

মন্তব্য করুন: