• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গণতন্ত্র না ফিরলে গণমাধ্যমের স্বাধীনতাও ফিরে আসবে না: ড. মঈন খান

প্রকাশিত: ১৪:২৫, ৫ মে ২০২৪

আপডেট: ১৫:২০, ৫ মে ২০২৪

ফন্ট সাইজ
গণতন্ত্র না ফিরলে গণমাধ্যমের স্বাধীনতাও ফিরে আসবে না: ড. মঈন খান

ছবি: ফাইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র না ফিরলে গণমাধ্যমের স্বাধীনতাও ফিরে আসবে না।বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রবিবার (৫ মে) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, গণতন্ত্র ও বাক স্বাধীনতার জন্য আজ সংগ্রাম চলছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের সকল দায় দায়িত্ব সরকারের। কারণ সংবাদপত্রের স্বাধীনতায় বাধা দেয় সরকার। নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করলেও সরকার গণমাধ্যের স্বাধীনতায় বিশ্বাস করে না।

মঈন খান বলেন, গণতন্ত্র না থাকলে একদলীয় শাসন কায়েম হয়। সেখানে মুক্ত গণমাধ্যম আশা করা যায় না। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা বিএনপির মূল লক্ষ্য বলে জানান ড. মঈন খান।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2