• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘রাজনৈতিক ঝুঁকি নিয়ে আ. লীগের গ্রহণযোগ্যতার প্রমাণ দেয়া উচিত’

প্রকাশিত: ২২:৫৭, ৫ মে ২০২৪

ফন্ট সাইজ
‘রাজনৈতিক ঝুঁকি নিয়ে আ. লীগের গ্রহণযোগ্যতার প্রমাণ দেয়া উচিত’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ১৫ বছর ক্ষমতায় থাকার পর দেশকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে আওয়ামী লীগের উচিত একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের রাজনৈতিক ঝুঁকি নিয়ে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দেয়া।

রাজধানীর সেগুন বাগিচায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইফুল হক আরও বলেন, থাইল্যান্ড সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বামপন্থী ধারার রাজনীতিকদের উদ্দেশ্য করে জানতে চেয়েছেন, তারা সরকার উৎখাত করে কাকে ক্ষমতায় আনতে চান। 

এর আগে, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি বলেছিলেন, অতি বাম, অতি ডান এক হয়ে সরকার উৎখাত করতে চায়। সাইফুল হক দাবি করেন, গণতান্ত্রিক আন্দোলনের প্রধান লক্ষ্য একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা। সেজন্য আন্দোলনরত বিরোধীদল ও জোটগুলো সরকারের পদত্যাগের দাবি জানিয়ে আসছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2