• NEWS PORTAL

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আগামী তিন মাসের মধ্যে শূন্যতে পৌঁছে যাবে রিজার্ভ 

ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার: নজরুল ইসলাম খান

প্রকাশিত: ১৪:০৭, ১৫ মে ২০২৪

আপডেট: ১৪:০৯, ১৫ মে ২০২৪

ফন্ট সাইজ
ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার: নজরুল ইসলাম খান

ফাইল ছবি

একটি দুঃসময় অতিক্রম করেছে দেশ এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার।

বুধবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দেশের ভয়াবহ সংকটের কথা তুলে ধরে তিনি বলেন দেশে প্রবাসী আয় কমেছে। 

কমে গেছে রপ্তানি আয়ও। সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, চরম অর্থনৈতিক সংকটে দেশ। রিজার্ভ ১৩ বিলিয়নের নীচে নেমে গেছে। আগামী তিন মাসের মধ্যে শূন্যতে পৌঁছে যাবে। সরকার বিপদে আছে এমন মন্তব্য করে মাহমুদুর রহমান মান্না বলেন একটু বড় ধরনের ধাক্কা দিলেই পড়ে যাবে সরকার।

বিভি/রিসি

মন্তব্য করুন: