• NEWS PORTAL

  • রবিবার, ১৬ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিএনপির বলার ভাণ্ডার শূন্য হয়েছে: নানক

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৭:৫৮, ২৩ মে ২০২৪

ফন্ট সাইজ
বিএনপির বলার ভাণ্ডার শূন্য হয়েছে: নানক

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, গণমাধ্যমে ছাইপাশ বলছে দলটি। তাদের বলার ভান্ডার শুন্য হয়েছে। বিশ্ব নেতাদের প্রতিনিধিদের ওপর ভর করে বিএনপি নেতাকর্মীরা মনে করেছিলেন, সাত জানুয়ারির নির্বাচনে তাদের ক্ষমতায় বসিয়ে দেবেন। কিন্তু তারা ভুলে গেছে ক্ষমতার উৎস জনতা। সেনা ছাউনি থেকে যে রাজনৈতি দলের জন্ম তারা কখনও জনগনের ওপর নির্ভরশীল না। তারা ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে স্থানীয় টাউন হল মাঠে তিন দিনব্যাপী বহুমুখী পাট উন্নয়ন মেলার উদ্ধোধন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে মন্ত্রী একখা বলেন। 

নানক বলেন, আওয়ামী লীগ কোন বিশ্ব মোড়লের ওপর নির্ভরশীর নয়। দেশের তৈরি পোশাক শিল্প এখন গোটা পৃথিবীজুড়ে সমাদৃত। সেই যায়গায় পাটজাত পণ্যকে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। পাটের হারানো গৌরব ফিরে আনার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বিশ্ব মোড়লদের বাজারে পোশাক শিল্পের নির্ভরতা কমিয়ে নিজেদের গতিতে এগিয়ে যাওয়ার। তাদের চোখ রাঙানিকে ভয় পাই না। এখন বাংলাদেশ এগিয়েছে বহুদূর।

অনুষ্ঠানে নীলফামারী-৪, রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, রংপুর-৫ আসনের জাকির হোসেন সরকার, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য নাছিমা জামান ববি, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পাট অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাসহ রংপুর জেলা ও মাহনগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে মেলায় দেশের বিভিন্ন উদ্যোকক্তার পাটজাত পণ্যের ৫৫টি স্টল স্থান পেয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2