সকাল থেকেই মিরপুর-১০ নম্বরে যুবলীগ-ছাত্রলীগের অবস্থান
দেশজুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘সর্বাত্মক অসহযোগ আন্দোলন’ এবং সরকার পতনের এক দফা দাবি রুখতে মাঠে নেমেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরইমধ্যে রাজধানীর মিরপুর ১০-নম্বর গোলচত্বরে অবস্থান নিয়েছেন তারা।
রবিবার (৪ আগস্ট) সকাল ১০টার পর থেকে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
এরপর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। নেতৃত্বে রয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মাইনুল হোসেন খান নিখিল।
দেখা যায়, লাঠিসোঁটাসহ ছাত্রলীগ-যুবলীগ মিরপুর-১০ নম্বরে অবস্থান নেন। মোটরসাইকেলে করে এবং মিছিল নিয়ে দলে দলে আসছেন তারা। ট্রাকভর্তি করেও লোকজন আসছেন। ছবি তুলতে নিষেধ করছেন অনেকে।
বিভি/এজেড
মন্তব্য করুন: