১৩ বছর পর নিজ কার্যালয়ে জামায়াতের সংবাদ সম্মেলন

২০১১ সালের পর ঢাকার মগবাজারের প্রধান কার্যালয়ে কখনো সংবাদ সম্মেলন করতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৩ বছর পর ঢাকার মগবাজারের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করলো জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, "আমাদের জোর দাবি বিলম্ব না করে অতি দ্রুত সংসদ ভেঙে দেন। অন্তর্বর্তী সরকার গঠন করুন।"
অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবকে তার দল শ্রদ্ধার চোখে দেখে বলেই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির।
এ সময় সারাদেশে সংখ্যালঘুসহ সাধারণ মানুষ এবং সরকারী বেসরকারি স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, যেখানেই দুর্র্বত্ত দেখবেন তাদের কঠোর হস্তে দমন করাবেন। দেশব্যাপী লুটপাটের তীব্র সমালোচনা করে জামায়াত আমীর বলেন, এদের বিচারের আওতায় আনা হবে। নইলে বিচারহীনতার সংস্কৃতি চালু হবে।
দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন, যিনি অবৈধ ঘোষণা করেছেন তিনি নিজেই এখন কই? তারা আগে জাতিকে মুক্ত করবেন তারপর এসব বিষয়ে ভাববেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: