• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জাতীয় নাগরিক কমিটিকে এবি পার্টির অভিনন্দন 

প্রকাশিত: ২১:৫২, ৯ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
জাতীয় নাগরিক কমিটিকে এবি পার্টির অভিনন্দন 

নবগঠিত জাতীয় নাগরিক কমিটিকে অভিনন্দন জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি। গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, রবিবার (৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটি নামে যে নতুন নাগরিক প্লাটফর্মের ঘোষণা করা হয়েছে তাকে আমরা নতুন প্রজন্মের ইতিবাচক রাজনৈতিক উদ্যোগ হিসেবে সাধুবাদ জানাচ্ছি। 

সাবেক ছাত্রনেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনসহ নাগরিক কমিটিতে অন্তর্ভুক্ত  বেশিরভাগ সদস্যরাই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রেখে এসেছেন। আমরা আশাকরি নাগরিক কমিটি যে লক্ষ্যকে সামনে রেখে গঠিত হয়েছে তা অর্জনে এই তারুণ্যোদ্দীপ্ত নেতৃত্ব বলিষ্ঠ ভূমিকা রাখবে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, বাংলাদেশের স্বার্থ সুরক্ষা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তারা আন্তরিকভাবে কাজ করবে। 

নেতারা জাতীয় নাগরিক কমিটির সকল সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। 

বিভি/টিটি

মন্তব্য করুন: