তারেক রহমানকে বরণে প্রস্তুত বিএনপি, বড় সমাবেশের ডাক নেই: মির্জা আব্বাস
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে দলটি তাকে স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি স্পষ্ট করেন, এ উপলক্ষে বিএনপি পক্ষ থেকে আলাদা করে বিশাল জনসমাগমের কোনো আহ্বান জানানো হয়নি। তবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকবে বলে দলের প্রত্যাশা।
সোমবার (২২ ডিসেম্বর) বিকালে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নির্ধারিত সংবর্ধনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও অনিশ্চয়তা রয়েছে। এ প্রেক্ষাপটে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। তবে এ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা অসহযোগিতা দেখা যাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কোটি মানুষ তারেক রহমানকে স্বচক্ষে দেখার অপেক্ষায় রয়েছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফেরার দুই দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করবেন।
বিভি/এসজি




মন্তব্য করুন: