• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বহিষ্কৃত যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৫, ৬ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:৫৫, ৬ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
বহিষ্কৃত যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী

সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবদলের বহিষ্কৃত নেতা নাসিম ফারুক খান মিঠুকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার রাত ১২ টার দিকে শহরের নিউ মার্কেট এলাকায় তার নিজস্ব বাসভবন থেকে তাকে আটক করা হয়। 

তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত আব্দুস সোবহান খানের ছেলে ও সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

তিনি যুবদলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ২০১৬ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে তাকে বহিস্কার করা হয়। এছাড়া তিনি দীর্ঘদিন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে সেনা বাহিনীর একটি টিম তার বাড়িতে ঘন্টাব্যাপী অভিযান চালায়। পরে তাকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে যায়। সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল আরিফুজ্জামান জানান,  তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: