• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বাহার ও মেয়ে সূচনাসহ পরিবারের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১৫:১১, ১১ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বাহার ও মেয়ে সূচনাসহ পরিবারের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা

কুমিল্লায় আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা, মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ও ছেলে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এ আদেশ দেন। 

আবেদনটি করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম। আবেদনের উপর শুনানি করেন দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর। 

আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন, তার মেয়ে তাহসিন বাহার সূচনা এবং অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। 

গোপন ও বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে যে, বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থান তথা ঢাকার উত্তরায় ফ্ল্যাট, কুমিল্লার হাউজিং এস্টেট এ একাধিক প্লট, মার্কেটসহ আয় বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পলায়ন করে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। নিম্নবর্ণিত ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায়, তাদের বিদেশ গমণ নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2