• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভারতীয় পণ্য বর্জনের ডাক হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের

প্রকাশিত: ০১:২৫, ৮ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ভারতীয় পণ্য বর্জনের ডাক হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের

সনাতন ধর্মের নাম ভাঙিয়ে দেশে বিশৃঙ্খলা ও ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টায় ভারত অবৈধ হস্তক্ষেপ করছে বলে অভিযোগ ফেনী জেলা শাখার বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্টের। এর প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে সংগঠনটি।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় জয়কালী মন্দির থেকে মিছিলটি শুরু হয়ে শহরের ট্রাংক রোড, বড় মসজিদ, প্রেসক্লাব প্রদক্ষিণ করে খেজুর চত্বরে সমাবেশ করে।

সামবেশে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র-যুব ফ্রন্ট ফেনী জেলা সভাপতি জীবন কৃষ্ণ দে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘৫ আগস্টের পর ফেনীতে সনাতন ধর্মের কোনও ব্যক্তির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়নি। যারা আওয়ামী লীগ করে, মানুষের প্রতি অন্যায়-অত্যাচার করেছে, তাদের দায় সনাতন ধর্মের মানুষ নেবে না।’

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জ্ঞান শর্মা বলেন, ‘সনাতন ধর্মের নাম ভাঙিয়ে ভারত অবৈধভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ওপর হস্তক্ষেপ করছে। এটি আমরা মেনে নেবো না। এর প্রতিবাদে আমরা ভারতীয় পণ্য বয়কট করবো।’

প্রতিবাদ মিছিলে আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক টুটুল চন্দ্র নাথ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2