লন্ডনে বেগম খালেদা জিয়ার চিকিৎসা ভালো মতোই চলছে: নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, লন্ডনে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ভালো মতোই চলছে। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছে বিএনপি।
শুক্রবার (১০ জানুয়ারি) চেয়ারপারর্সনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন।
সকাল ১১টায় ড. ফরহাদুজ্জামানের নেতৃত্বে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা।
এসময় জামায়াতের সাথে দূরত্ব কমানোর কোনো উদ্যোগ বিএনপির পক্ষ থেকে নেয়া হবে কিনা- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, এমন কোনো দূরত্বের কিছু নেই। তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে; আমরাও বলি। কিন্তু যদি কেউ বলে তারা শুধু দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলব- ভাই, কথাটা ঠিক না।
তিনি বলেন, আমরা সবাই দেশপ্রেমিক। আমি মুক্তিযুদ্ধ করেছি। তারপর যদি বলেন, শুধু আপনি দেশপ্রেমিক, আপনার আরেক বন্ধু দেশপ্রেমিক, তাহলে তো আমাকে বাদ দিলেন না আপনি! এটা তো কষ্ট লাগার কথা। আমরা আশা করব, এরকম কথা কেউ না বলুক।
নজরুল ইসলাম জানান, দেশের বর্তমান পরিস্থিতি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা।
বিভি/এআই
মন্তব্য করুন: