• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

‘বিএনপি আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি সমর্থন করে না’

প্রকাশিত: ১৫:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
‘বিএনপি আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি সমর্থন করে না’

ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের মানুষ আনুপাতিক হারের নির্বাচনী পদ্ধতিতে অভ্যস্ত না হওয়ায় বিএনপি এই ব্যবস্থাকে সমর্থন করে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থাকে আমরা সমর্থন করব না, কারণ এদেশের মানুষ এতে অভ্যস্ত না। এ নিয়ে প্রশ্নই উঠতে পারে না।

তিনি আরও বলেন, এটি দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা ছাড়া কিছু নয়। নির্বাচন যতদ্রুত হবে বাংলাদেশের অবস্থা আরও স্থিতিশীলতায় পৌঁছাবে।

এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের ভাবনাকে আগে থেকেই ‘না’ করে আসছে দলটি।

এসময় মির্জা ফখরুল শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের কাছে দাবি জানান।

তিনি বলেন,  সত্য ঘটনা উদঘাটিত হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে। শেখ হাসিনা যে ফ্যাসিস্ট এবং গণহত্যা চালিয়েছে, তা প্রমাণিত।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2