• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘আ লীগকে পুনর্বাসনের বদনাম বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে’

প্রকাশিত: ২০:১৫, ২২ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
‘আ লীগকে পুনর্বাসনের বদনাম বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে’

ছবি: আমীর খসরু মাহমুদ চৌধুরী

শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে একভাবে বাধাগ্রস্থ করেছে এখন আরেকটি শক্তি অন্যভাবে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। যারা বাধাগ্রস্থ করছে তাদেরই এর দায়ভার নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় মহানগর বিএনপি আয়োজিত  ইফতার মাহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন৷ 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যাদের রাজনীতিতে কোনো মতাদর্শ নেই তারাই এখন  বিএনপির পেছনে লেগেছে। আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের বদনাম বিএনপির ওপর  চাপানোর চেষ্টা করছে। 

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া অন্য কোনো পন্থা নেই। যারা অন্য পন্থা খোঁজে তারা দেশের মানুষের পক্ষে নেই। জাতির সামনে তাড়াতাড়ি নির্বাচনের দিনক্ষণ তুলে ধরার আহ্বানও জানান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন সিটি মেয়র শাহাদাত হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমানসহ অন্যরা।  


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2