• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিলো, আছে, ভবিষ্যতেও থাকবে: সারজিস

প্রকাশিত: ২১:২০, ২২ মার্চ ২০২৫

আপডেট: ২২:৪৭, ২২ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিলো, আছে, ভবিষ্যতেও থাকবে: সারজিস

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম, ঢাকার (আরডিআরএফ)- এর ইফতার ও দোয়া মাহফিলে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

 আরডিআরএফের ইফতার ও দোয়া মাহফিলে সমিতির সদস্য ও রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করেন।
 
সারজিস বলেন, সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই। অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা।
 
এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক বলেন, ‘দেশের স্থিতিশীলতার জন্য যেকোনো বিশৃঙ্খলা এড়াতে হবে। কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন।’
 
রংপুর বিভাগকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সারজিস।

আয়োজনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে পারলে দেশের প্রত্যন্ত অঞ্চলে সফলতা আসবে।’
 
গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়ে আইন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা।
 
ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী,  আরডিআরএফ সভাপতি তামজিদুল ও সাধারণ সম্পাদক আপেল শাহরিয়ার, আজকের দৈনিকের সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান সাঈদী সোহাগসহ অনেকে।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2