• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ময়মনসিংহে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে বাধা, নেপথ্যে কী?

প্রকাশিত: ১৯:৪০, ১৩ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ময়মনসিংহে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে বাধা, নেপথ্যে কী?

জুলাই-আগস্ট সংঘঠিত অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের অনুষ্ঠান আয়োজনে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির মুখপাত্র শরিফ ওসমান হাদি। বিশেষ করে ময়মনসিংহে আয়োজন করতে গেলেই বাধা আসছে উল্লেখ করে তিনি ময়মনসিংহ বাংলাদেশের বাইরে কীনা এমন প্রশ্ন রেখেছেন।

সোমবার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দুটি ঘটনার কথা উল্লেখ করে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে হাদি।

প্রথম ঘটনায় হাদি লিখেছেন, গত ৯ এপ্রিল তারা শহীদি সমাবেশের জনসংযোগে ময়মনসিংহ যান। সেখানে আনন্দ মোহন কলেজের সামনে থেকে জনসংযোগ শুরুর সময় ডিএসবি থেকে এক অফিসার তাদের বলেন- সেখানেই জনসংযোগ শেষ করতে। শহরের দিকে না যেতে। মেইন রাস্তায় না উঠতে।

হাদি কারণ জানতে চাইলে তিনি জানান, কিছু সমস্যা আছে, আপনাদেরকে বলা যাবে না।তখন সংগঠনের পক্ষ থেকে বলা হয়- তাদের কোনো মিছিল বা সমাবেশ নাই। শুধু হেঁটে হেঁটে গণহত্যার বিচারের দাবিতে লিফলেট বিলি করা হবে। চট্টগ্রাম, সিলেটেও আমরা দিয়ে এসেছি। সেখানে তো কোনো সমস্যা হয়নি। এখানে সমস্যা কী? আর সমস্যা যদি থেকেই থাকে, তাহলে সেটা স্পষ্ট করে বলার অনুরোধ করা হয়।

তাদেরকে উত্তরে বলা হয়- এটা ময়মনসিংহের ইন্টার্নাল প্রব্লেম। আপনাদেরকে বলা যাবে না! আপনারা এখানে কিছু লিফলেট দিয়ে এখানেই শেষ করুন। আপনারা শহরে যেতে পারবেন না।

এরপর হাদি সিনিয়রদের সাথে কথা বলিয়ে দেওয়ার অনুরোধ করলেও তিনি তা দেননি। এমনকি সেখানেই প্রোগ্রাম ঘণ্টাখানেক দেরি হয়। হাদিদের পক্ষ থেকে বলা হয়, অন্যান্য বিভাগে একই প্রোগ্রাম করা হয়েছে, কোথাও কোনো সমস্যা হয়নি। তাহলে আপনাদের এখানে সমস্যাটা কী?  ওনার একই উত্তর- এটা আপনাদেরকে বলা যাবে না! বললাম- ময়মনসিংহ কি দেশের বাইরে? বলা যাবে না কেন? এরপর ওনাদের নির্দেশনা উপেক্ষা করেই তারা শহরে গিয়ে লিফলেট বিলি করি। 

দ্বিতীয় ঘটনায় হাদি উল্লেখ করেন- কাল পহেলা বৈশাখে তাদের বিভিন্ন বিভাগীয় টিম র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। আগামীকাল বিকেলে ময়মনসিংহ ইনকিলাব মঞ্চ একটা বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করেছে। জেলা প্রশাসন থেকে তাদের প্রতিনিধিকে জানানো হয়েছে যে, সরকারি উদ্যোগের বাইরে কাল কোনো প্রোগ্রাম করা যাবে না!

সেখানে ইনকিলাব মঞ্চের প্রতিনিধি বলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো কাল ভিন্ন করে তেতুল তলায় অনুষ্ঠান করবে। তাহলে আমাদের সমস্যা কী? উনি বললেন- তারা এক সপ্তাহ আগে অনুমতি নিয়েছে। 

এখানে কিছু প্রশ্ন রাখেন হাদি। প্রথমত: এক সপ্তাহ আগে অনুমতি না নিলে প্রোগ্রাম করা যাবে না, এইটা কোনো আইনে আছে? দ্বিতীয়ত: এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুমতির কোনো ইস্যু নেই। শুধু আইন- শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রশাসনকে অবহিত করে রাখতে হয়।

ব্যাপারটা ভালো করে বুঝবার জন্য জেলা প্রশাসক (সার্বিক) কে ফোন দিয়ে প্রোগ্রাম করতে আসলে সমস্যা কী? অন্যেরা করতে পারলে আমাদের কী সমস্যা? জনসংযোগেও আপনাদের ওখান থেকে বাধা দেয়া হলো! এমন প্রশ্ন করেন হাদি।

তিনি বললেন- 'আপনাদের একজনকে এটা ব্যাখ্যা করেছি। জনে জনে বলতে পারবো না।'
আমি বললাম- যাকে বলেছেন, সে স্থানীয় প্রতিনিধি। আমি কেন্দ্রীয় দায়িত্বশীল হিশাবে কাইন্ডলি জানতে চাচ্ছি যাতে কোনো গ্যাপ না থাকে। উনি এবার বললেন- 'এটা আমার দায়িত্ব নয়। জেলা প্রশাসক দেখবেন'। এ কথা বলে উনি ফোন রেখে দিলেন। অথচ আমাদের প্রতিনিধিকে উনিই বলেছেন যে- প্রোগ্রাম করা যাবে না।

ময়মনসিংহে কোন কারনে গণহত্যার বিচারের লিফলেট দিতে বাধা দেয়া হলো, এখন আবার কোন কারনে বৈশাখের প্রোগ্রামে বাধা দেয়া হচ্ছে!  ইনকিলাব মঞ্চ আসলে কার এতো বড় শত্রু, কেন্দ্রীয় প্রশাসনের কাছে জবাব চেয়েছেন ইনকিলাম মঞ্চের এই মুখপাত্র।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2