• NEWS PORTAL

  • বুধবার, ১৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকাবাসীর অবস্থান

প্রকাশিত: ১০:২৩, ১৪ মে ২০২৫

আপডেট: ১০:৪০, ১৪ মে ২০২৫

ফন্ট সাইজ
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকাবাসীর অবস্থান

ছবি: নগর ভবনের সামনে ঢাকাবাসীর অবস্থান

ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়ে নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন হাজারো ঢাকাবাসী।

বুধবার (১৪ মে) সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জোর দাবি তাদের। ২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ফলাফল ছিনিয়ে নেয়ার অভিযোগে তখনই মামলা করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী ইসরাক হোসেন। ৫ বছর পর আদালত- আগের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে রায় দেন। 

রায়ের আলোকে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এনিয়ে টালবাহানা করছে। নির্বাচন কমিশন নতুন করে কোনো আপিল করবে কিনা, ইসির কাছে লিখিতভাবে জানতে চেয়েছে মন্ত্রণালয়। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2