আমরা অতি দ্রুত গণতন্ত্রে ফিরতে চাই: আহমেদ আযম খান

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমরা অতি দ্রুত গণতন্ত্রে ফিরতে চাই। আমরা গণতন্ত্রে ফিরতে পারলেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। এটা কোনো ফ্যাসিবাদী বাংলাদেশ হবে না। স্বৈরতন্ত্রের বাংলাদেশ হবে না। তাই গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণে আমরা চেষ্টা করে যাচ্ছি।
বুধবার (১৪ মে) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. আবুল কাশেম, মাধ্যমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার মীর মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, উপজেলা বিএনপির সহসভাপতি রাশেদা সুলতানা রুবি, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যরা।
বিভি/টিটি
মন্তব্য করুন: