• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নির্বাচন কমিশন ভবন ঘেরাও ভালো দৃষ্টান্ত নয়: নজরুল ইসলাম খান

প্রকাশিত: ২৩:২৩, ২১ মে ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচন কমিশন ভবন ঘেরাও ভালো দৃষ্টান্ত নয়: নজরুল ইসলাম খান

ছবি: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও ঢাকা দক্ষিণ সিটিতে মেয়রকে দায়িত্ব না দেয়ায় বিএনপি বিস্মিত।

বুধবার (২১ মে) সকালে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন,  নির্বাচন কমিশনকে  অন্তর্বর্তী সরকার দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়োগ দিয়েছে, সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদের হুমকি দিতে ঘেরাও কর্মসূচি হচ্ছে। এগুলো ভালো দৃষ্টান্ত নয় বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, আনুষ্ঠানিকভাবে বর্তমান সরকারের সাফল্য-ব্যার্থতা নিয়ে এখনও প্রশ্ন তোলেনি তার দল কিন্তু বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে প্রশ্ন সৃষ্টি হচ্ছে।

বিভি/এআই

মন্তব্য করুন: