মেয়র হওয়াই এ আন্দোলনের মূল লক্ষ্য না: ইশরাক হোসেন

মেয়র হওয়াই মূল লক্ষ্য নয়, পদ পেতে এ আন্দোলন না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন ঢাকাবাসী। বুধবার (২১ মে) যমুনার সামনে আন্দোলনে যোগ দায়ে এসব বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, একটা পদ নিয়েই তারা যা করলো, নির্বাচনে তারা কী করবে তা বুঝাই যাচ্ছে।
অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্নের কথা বলেন এ বিএনপি নেতা।
এর আগে বুধবার (২১ মে) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি রাজপথে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
ওই পোস্টে ইশারক হোসেন লিখেছেন, ‘আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে সহঅবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হব ইনশাআল্লাহ’।
এর আগে, দুপুরে আরেক স্ট্যাটাসে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না’।
বিভি/টিটি
মন্তব্য করুন: