• NEWS PORTAL

  • রবিবার, ২৫ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফেসবুকে নতুন বার্তা দিলেন জামায়াত আমীর

প্রকাশিত: ১৯:২৩, ২২ মে ২০২৫

ফন্ট সাইজ
ফেসবুকে নতুন বার্তা দিলেন জামায়াত আমীর

ফ্যাসিবাদবিরোধী পক্ষগুলোকে জোট হয়ে কাজ করার নতুন বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (২২ মে) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন। 

জামায়াত আমীর লিখেছেন, ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি।

তিনি আরও লিখেছেন, আল্লাহ তায়ালা এই জাতিকে সাহায্য করুন এবং সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আমিন।

এর আগে, আরেক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লিখেছেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে।

তিনি লিখেছেন, নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: