• NEWS PORTAL

  • রবিবার, ২৫ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দক্ষিণের পাশাপাশি উত্তর সিটিকেও সহযোগিতার আশ্বাস ইশরাক হোসেনের

প্রকাশিত: ১১:৫৪, ২৩ মে ২০২৫

ফন্ট সাইজ
দক্ষিণের পাশাপাশি উত্তর সিটিকেও সহযোগিতার আশ্বাস ইশরাক হোসেনের

আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনায় সম্পূর্ণ প্রস্তুতির অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার (২৩ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব আগামী কুরবানির ঈদের আগে যাতে বর্জ্য ব্যবস্থাপনায় পর্যাপ্ত প্রস্তুতি থাকে।’


 
তিনি আরও জানান, উত্তরের মেয়র না আসা পর্যন্ত তিনি নিজে প্রশাসন ও পরিচ্ছন্ন কর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করবেন। দক্ষিণ সিটির জন্য গঠন করা হবে জোনভিত্তিক মনিটরিং টিম, যাতে থাকবেন সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা।

ইশরাক বলেন, ‘আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি, দক্ষিণে পরিচ্ছন্নতা কর্মীদের সাথে আমি নিজেও থাকব। আগামী ১৬ ঘণ্টার মধ্যে একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ গ্রহণ করবো।’
 

বিভি/টিটি

মন্তব্য করুন: